Acne vulgaris বা Acne বা ব্রণ হলো মানব ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগ

ব্রণ বা Acne:  

Acne vulgaris বা Acne বা ব্রণ হলো মানব ত্বকের একটি দীর্ঘমেয়াদী রোগ বিশেষ যা বিশেষত লালচে ত্বক, প্যাপ্যুল, নডিউল, পিম্পল, তৈলাক্ত ত্বক, ক্ষতচিহ্ন বা কাটা দাগ ইত্যাদি দেখে চিহ্নিত করা যায়।

ভীতি, দুশ্চিন্তা ও বিষণ্ণতা উদ্রেকের পাশাপাশি, এটির প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আত্মবিশ্বাস কমে যাওয়া। অতিরিক্ত পর্যায়ে মানসিক অবসাদ এবং আত্মহত্যার মত অবস্থার উদ্ভব হতে পারে।
আমেরিক্যান একাডিমিক অফ ডার্মাটোলজি নামক জার্নালে পিকারডি এট অল(২০০৬) কর্তৃক কাশিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ব্রণের রোগীদের আত্মহত্যার পরিমাণ ৭.১%।
সামান্য সচেতনতা এবং খুব সীমিত ব্যয়ে মুক্ত হতে পারেন ব্রণ হতে। আমার চেম্বারে নয় তবে চোখ রাখুন পেইজে। সমাধান এই পেইজে -ই পাবেন। ধন্যবাদ




Post a Comment

0 Comments